Ajker Patrika

স্থানীয় নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক
আজ সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের চাওয়ার ওপর নির্ভর করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এখন যদি সব পার্টি বলে, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, সে ক্ষেত্রে উনি তো (প্রধান উপদেষ্টা) বলেছেন। এমন নয় যে উনি একটি জায়গায় স্থির আছেন। রাজনৈতিক দলগুলো কী চায়, তার ওপর নির্ভর করবে।’

আজ সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

বৈঠকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কাজটাই হবে এ বিষয়ে তাড়াতাড়ি কাজ করা। নির্বাচন চলতি ডিসেম্বর বা ২০২৬ সালের জুনের মধ্যে হওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছে, সেই বিষয়টি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি। জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন, এই ডিসেম্বরেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তাভাবনা হচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন, সিদ্ধান্ত হলে জানবেন।’

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে—এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন।’

গণহত্যা, দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ শান্তিপূর্ণ রাজনীতি চান। আমরা চাই, সেই পরিবেশটা শুরু হোক। সেই আলোকে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হবে। সংস্কার কমিশনের ছয়টি প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা শুরু হবে। প্রথম বৈঠকটি একসঙ্গে সব দলের সঙ্গে হবে।’

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘তাঁরা দেশের শান্তি ও স্থিতিশীলতায় জোর দিয়েছেন। অন্যায়-অত্যাচারের সঙ্গে জড়িতদের বিচার কাজ যাতে দ্রুত হয়, সেগুলোর জন্য বলেছেন।’

আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ‘হয়রানি’ মামলার প্রত্যাহারের বিষয়ে বিএনপি আলোচনা করেছে বলে জানান প্রেস সচিব। অপারেশন ডেভিল হান্টের বিষয়েও দলটি কথা বলেছেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘তাঁরা বলেছেন, এখানে যেন মানবাধিকারের কোনো রকমের লঙ্ঘন না হয়। প্রধান উপদেষ্টার তরফ থেকেও বলা হয়েছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে দেওয়া যাবে না। যারা অন্যায়-অবিচারের সঙ্গে যুক্ত, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে। এইভাবে গুরুত্বের সঙ্গে তদারক করা হচ্ছে। কোনো রকমের মানবাধিকার লঙ্ঘন চায় না, হবেও না। গায়েবি মামলার বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলে বিএনপিকে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।’

ডেভিল হান্টের বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘সরকারে পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে কোনো ধরনের নিরপরাধ, নির্দোষ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়।’

বিএনপির তরফ থেকে সংস্কারের বিষয়ে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘তাঁরা বলেছেন, আপনারা সংস্কার করবেন, তা আমরা চাই। আমরা সব কমিশনে প্রস্তাবনা দিয়েছি। আপনাদের সঙ্গে আছি।’

বিএনপি স্থিতিশীলতার দিকে জোর দিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তারপরে দেশের শান্তি ফিরে এসেছে, দেশে কোনো ধরনের ভাঙচুর দেখছি না। পরিস্থিতি এখন নরমাল। একই সঙ্গে বিএনপি এসব ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করেছেন। দেশকে অস্থিতিশীল করার পেছনে তাঁরই ভূমিকা।’

সাম্প্রতিক ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বিএনপির এমন অভিযোগের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণেই আজ বা কালের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটেনি। আমরা দেশের মানুষের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

বইমেলায় সব্যসাচীর স্টলে ভাঙচুরের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছি। দ্রুত তাদের ঘটনা জানাতে বলেছি। কারণ, পুরো ঘটনা এখনো জানি না। বইমেলা খুবই পবিত্র জায়গা, তার পবিত্রতা আমরা রাখতে চাই।’

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত