রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও সাহায্য চেয়ে আবেদন করেছে। কক্সবাজারে বাংলাদেশ সরকারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এ বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণের পরিমাণ হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এ আবেদন করল বাংলাদেশ। এই সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে ওআইসি এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের একটি যৌথ প্রতিনিধিদল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেছে।
ওআইসি এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও আর্থিক সংস্থান জোগাড় করাই এই সফরের লক্ষ্য।
জুনের শুরু থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা প্রতি মাসে জনপ্রতি ৮ ডলার বা দিনে ২৭ সেন্টে কমিয়ে আনা হয়েছে। জাতিসংঘের আওতাধীন সংস্থাটি তহবিল সংকট দেখিয়ে মার্চে প্রথমে ১২ ডলার থেকে কমিয়ে ১০ করে।
মিজানুর রহমান আরব নিউজকে বলেছেন, ‘আমরা উপসাগরীয় দেশ এবং ওআইসি সদস্যদের কাছ আরও অর্থায়নের জন্য প্রতিনিধিদলের কাছে আবেদন করেছি। প্রতিনিধিদল কক্সবাজারে তহবিল সংকটসহ রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছিল। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’
মিজানুর রহমান জানান, প্রতিনিধিদলে উপসাগরীয় সাহায্য সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টও ছিল। যারা ইতিমধ্যেই রোহিঙ্গাদের কল্যাণে এখানে কাজ করছে।
গত মে মাসে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা বলেছিলেন, ‘রোহিঙ্গা ইস্যু ওআইসির শীর্ষ অগ্রাধিকার।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমারবিষয়ক) মিয়া মইনুল কবির বলেন, এই সপ্তাহে জাতিসংঘ ও ওআইসির যৌথ প্রতিনিধিদলের সফরে রোহিঙ্গাদের জন্য তহবিল সংকটই মুখ্য বিষয় ছিল। তারা রোহিঙ্গাদের জন্য দ্রুত তহবিল বরাদ্দের লক্ষ্যে কাজ করেছে।
এই পরিস্থিতিতে যদিও অনেক দাতা অর্থসহায়তা দিচ্ছে, তবুও বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি গত মাসে বলেছিলেন, যা পাওয়া গেছে তা একেবারেই যথেষ্ট নয়।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও সাহায্য চেয়ে আবেদন করেছে। কক্সবাজারে বাংলাদেশ সরকারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এ বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণের পরিমাণ হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এ আবেদন করল বাংলাদেশ। এই সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে ওআইসি এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের একটি যৌথ প্রতিনিধিদল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেছে।
ওআইসি এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও আর্থিক সংস্থান জোগাড় করাই এই সফরের লক্ষ্য।
জুনের শুরু থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা প্রতি মাসে জনপ্রতি ৮ ডলার বা দিনে ২৭ সেন্টে কমিয়ে আনা হয়েছে। জাতিসংঘের আওতাধীন সংস্থাটি তহবিল সংকট দেখিয়ে মার্চে প্রথমে ১২ ডলার থেকে কমিয়ে ১০ করে।
মিজানুর রহমান আরব নিউজকে বলেছেন, ‘আমরা উপসাগরীয় দেশ এবং ওআইসি সদস্যদের কাছ আরও অর্থায়নের জন্য প্রতিনিধিদলের কাছে আবেদন করেছি। প্রতিনিধিদল কক্সবাজারে তহবিল সংকটসহ রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছিল। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’
মিজানুর রহমান জানান, প্রতিনিধিদলে উপসাগরীয় সাহায্য সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টও ছিল। যারা ইতিমধ্যেই রোহিঙ্গাদের কল্যাণে এখানে কাজ করছে।
গত মে মাসে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা বলেছিলেন, ‘রোহিঙ্গা ইস্যু ওআইসির শীর্ষ অগ্রাধিকার।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমারবিষয়ক) মিয়া মইনুল কবির বলেন, এই সপ্তাহে জাতিসংঘ ও ওআইসির যৌথ প্রতিনিধিদলের সফরে রোহিঙ্গাদের জন্য তহবিল সংকটই মুখ্য বিষয় ছিল। তারা রোহিঙ্গাদের জন্য দ্রুত তহবিল বরাদ্দের লক্ষ্যে কাজ করেছে।
এই পরিস্থিতিতে যদিও অনেক দাতা অর্থসহায়তা দিচ্ছে, তবুও বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি গত মাসে বলেছিলেন, যা পাওয়া গেছে তা একেবারেই যথেষ্ট নয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
২ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৪ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৫ ঘণ্টা আগে