Ajker Patrika

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুলিশ সংস্কার কাজ শুরু হবে: কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩
শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুলিশ সংস্কার কাজ শুরু হবে: কমিশনের প্রধান

পুলিশ সংস্কার কাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। আজ রোববার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তিনি কথা জানান। 

সফর রাজ বলেন, ‘আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে। শিগগিরই কাজ শুরু হবে। পুলিশ সংস্কারের জন্য আনুষ্ঠানিক কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই আনুষ্ঠানিক কাজ শুরু হবে।’ 

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এ কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে। সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামতও নেওয়া হবে।’ সেই সঙ্গে ১৫০ বছরের পুরোনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

 এ সময় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে। বেঁধে দেওয়া সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব বলে আশা রাখি।’

আরও পড়ৃন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত