Ajker Patrika

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে তিনি ঢাকা আসবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ডেলিগেশন বা প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের রাষ্ট্রপতির। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে স্বাধীনতা দিবসের ৫০ বছরপূর্তি, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রতিবেশী নীতির প্রধান স্তম্ভ হচ্ছে বাংলাদেশ। নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা, পানি সম্পদ, বাণিজ্য, যোগাযোগ ও কানেকটিভিটি, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষে মানুষে যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ উন্নয়নের বিষয়গুলোতে টেকসই এবং উপ আঞ্চলিক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত