নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই ডোজের টিকা নেওয়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ শুরু হচ্ছে আগামী রোববার। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বুস্টার ডোজ দিতে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো যেহেতু গ্রামের অনেক বয়স্ক মানুষ দুই ডোজের টিকা পাননি, তাই আপাতত শহরেই দেওয়া হতে পারে।’
মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে যা আগামী রোববার বা সোমবার শুরু হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।’
মন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।’
এর আগে গত শনিবার বয়স্কদের বুস্টার দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির) মধ্যে যাদের দুই ডোজ টিকা নেওয়ার পর অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি।
এরপরই একাধিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ষাটোর্ধ্বদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে, তালিকা প্রস্তুত হলেও শুরু হবে।
সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জনকে। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৩০৪ জন শিক্ষার্থীকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরুর পর দেশে এখন পর্যন্ত মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে অন্তত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল অধিদপ্তরের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ।
শুরুতে টিকা নেওয়ার বয়সসীমা পঞ্চান্ন বছর নির্ধারণ করা হলেও কয়েক ধাপে তা কমিয়ে ১৮-তে নামিয়ে আনা হয়। এ ছাড়া বর্তমানে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরাও টিকা নিতে পারছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বেশ কয়েকটি দেশে শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
দুই ডোজের টিকা নেওয়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ শুরু হচ্ছে আগামী রোববার। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বুস্টার ডোজ দিতে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো যেহেতু গ্রামের অনেক বয়স্ক মানুষ দুই ডোজের টিকা পাননি, তাই আপাতত শহরেই দেওয়া হতে পারে।’
মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে যা আগামী রোববার বা সোমবার শুরু হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।’
মন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।’
এর আগে গত শনিবার বয়স্কদের বুস্টার দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির) মধ্যে যাদের দুই ডোজ টিকা নেওয়ার পর অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি।
এরপরই একাধিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ষাটোর্ধ্বদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে, তালিকা প্রস্তুত হলেও শুরু হবে।
সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জনকে। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৩০৪ জন শিক্ষার্থীকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরুর পর দেশে এখন পর্যন্ত মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে অন্তত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল অধিদপ্তরের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ।
শুরুতে টিকা নেওয়ার বয়সসীমা পঞ্চান্ন বছর নির্ধারণ করা হলেও কয়েক ধাপে তা কমিয়ে ১৮-তে নামিয়ে আনা হয়। এ ছাড়া বর্তমানে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরাও টিকা নিতে পারছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বেশ কয়েকটি দেশে শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
এবারে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩ পয়েন্ট। প্রতিবছর ঈদযাত্রায় এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এবারও সেই আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহনচালকেরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ, অবৈ
৫ মিনিট আগেশেখ হাসিনার পতন ঘটানো জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এই আন্দোলনে প্রথম হামলা ও নিপীড়নের শুরুটাও হয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের ওপর এসব হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি হামলায় উসকানি দেওয়া শিক্ষকেরাও শাস্তি পেতে যাচ্
২ ঘণ্টা আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক ‘তড়িঘড়ি করে’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গতকাল মঙ্গলবার নিজের সংগঠন নারীপক্ষ বাংলাদেশের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ উদ্বেগ জানান...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশে দেশে ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক তৎপরতা, শিক্ষার্থী নিপীড়ন ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতাহানি হচ্ছে উল্লেখ করে প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ এশিয়াব্যাপী ঐক্যবদ্ধ লড়াই এবং জনমৈত্রী গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ১১৭ জন নাগরিক। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিবৃতি
৪ ঘণ্টা আগে