Ajker Patrika

রোববার থেকে বুস্টার ডোজ পাবেন ষাট বছরের বেশি বয়সীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯: ৪৭
রোববার থেকে বুস্টার ডোজ পাবেন ষাট বছরের বেশি বয়সীরা

দুই ডোজের টিকা নেওয়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ শুরু হচ্ছে আগামী রোববার। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বুস্টার ডোজ দিতে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো যেহেতু গ্রামের অনেক বয়স্ক মানুষ দুই ডোজের টিকা পাননি, তাই আপাতত শহরেই দেওয়া হতে পারে।’

মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে যা আগামী রোববার বা সোমবার শুরু হবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।’

মন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।’

এর আগে গত শনিবার বয়স্কদের বুস্টার দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির) মধ্যে যাদের দুই ডোজ টিকা নেওয়ার পর অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি। 

এরপরই একাধিক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ষাটোর্ধ্বদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে, তালিকা প্রস্তুত হলেও শুরু হবে।

সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জনকে। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৩০৪ জন শিক্ষার্থীকে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরুর পর দেশে এখন পর্যন্ত মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে অন্তত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল অধিদপ্তরের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ। 

শুরুতে টিকা নেওয়ার বয়সসীমা পঞ্চান্ন বছর নির্ধারণ করা হলেও কয়েক ধাপে তা কমিয়ে ১৮-তে নামিয়ে আনা হয়। এ ছাড়া বর্তমানে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরাও টিকা নিতে পারছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বেশ কয়েকটি দেশে শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত