Ajker Patrika

দেশের ৫২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন, ব্যবহারে এগিয়ে নারীরা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০: ১৮
দেশের ৫২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন, ব্যবহারে এগিয়ে নারীরা

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপ অনুসারে, মোবাইল ফোন ব্যবহারে দেশের নারীরা পুরুষদের চেয়ে শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে রয়েছে। গত তিন মাসে নারীর মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ শতাংশ। পুরুষের এই হার ৮৯ দশমিক ৯ শতাংশ। 

সম্প্রতি প্রকাশিত বিবিএসের প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। তবে সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীর চেয়ে এগিয়ে রয়েছে পুরুষেরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন। 

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। 

জরিপে দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে (১৫ শতাংশ) এবং সবচেয়ে কম বরিশালে (৪ শতাংশ)। এতে বলা হয়, বিভাগ অনুসারে, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। 

২০১৩ সালে মোবাইল ব্যবহারের হার ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। তা ২০২২ সালে বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত