নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে রাজধানীর বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির ডিবির একটি দল তাঁকে আটক করে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে রাজধানীর গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিবি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং অ্যান্ড আইএম) পদে পদায়ন করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।
আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল বাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমনমূলক অভিযান চালানো, বেআইনি গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ছিল। এসব কারণে আন্দোলন-পরবর্তী মামলাগুলোয় তাঁর নাম উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে পর এ পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে রাজধানীর বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির ডিবির একটি দল তাঁকে আটক করে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে রাজধানীর গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিবি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং অ্যান্ড আইএম) পদে পদায়ন করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।
আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল বাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমনমূলক অভিযান চালানো, বেআইনি গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ছিল। এসব কারণে আন্দোলন-পরবর্তী মামলাগুলোয় তাঁর নাম উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে পর এ পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির প্রলোভনে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশটির রাজধানী বিশকেক থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত...
১ ঘণ্টা আগেচিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
১১ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
১৪ ঘণ্টা আগে