Ajker Patrika

এসএসসির তারিখ পরিবর্তনে আড়াই লাখ প্রার্থীর নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসএসসির তারিখ পরিবর্তনে আড়াই লাখ প্রার্থীর নিয়োগ পরীক্ষা স্থগিত

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষার সূচি বদলে যাওয়ায় স্থগিত করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থী সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) মুহাম্মদ আবদুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর ৯৬টি কেন্দ্রে আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ২৫ তারিখের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ এগিয়ে নিয়ে আসায় আমাদের পরীক্ষাটা স্থগিত করতে হয়েছে।’ 

প্রায় তিন বছর আগে ২০১৯ সালের আগস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর পরপরই করোনা মহামারি শুরু হওয়ায় এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 

সংশ্লিষ্টরা জানান, প্রার্থীসংখ্যা বেশি হওয়ার কারণে স্বল্পদিনের প্রস্তুতিতে এই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কেন্দ্রের ব্যবস্থা করাসহ নানা কাজে কয়েক মাস আগে থেকে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে হয়। এবার পরীক্ষা স্থগিত হওয়ায় সহসাই নতুন করে আবারও এই পরীক্ষার সূচি ঘোষণা করা সম্ভব নাও হতে পারে। 

এ বিষয়ে আব্দুল হাই বলেন, ‘কেন্দ্র ম্যানেজ করা গেলে আমরা আবারও অতিসত্বর পরীক্ষার আয়োজন করব।’ 

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। 

তিন বছর অপেক্ষার পর পরীক্ষার তারিখ হয়েও তা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী। ওয়াসিম জাফর নামের একজন প্রার্থী বলেন, তিনটা বছর অপেক্ষার পর তারিখ হলো। এখন সেটাও পিছিয়ে গেল। আবার কবে এই পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়ে নতুন করে অপেক্ষার শুরু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত