নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষার সূচি বদলে যাওয়ায় স্থগিত করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থী সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) মুহাম্মদ আবদুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর ৯৬টি কেন্দ্রে আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ২৫ তারিখের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ এগিয়ে নিয়ে আসায় আমাদের পরীক্ষাটা স্থগিত করতে হয়েছে।’
প্রায় তিন বছর আগে ২০১৯ সালের আগস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর পরপরই করোনা মহামারি শুরু হওয়ায় এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টরা জানান, প্রার্থীসংখ্যা বেশি হওয়ার কারণে স্বল্পদিনের প্রস্তুতিতে এই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কেন্দ্রের ব্যবস্থা করাসহ নানা কাজে কয়েক মাস আগে থেকে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে হয়। এবার পরীক্ষা স্থগিত হওয়ায় সহসাই নতুন করে আবারও এই পরীক্ষার সূচি ঘোষণা করা সম্ভব নাও হতে পারে।
এ বিষয়ে আব্দুল হাই বলেন, ‘কেন্দ্র ম্যানেজ করা গেলে আমরা আবারও অতিসত্বর পরীক্ষার আয়োজন করব।’
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।
তিন বছর অপেক্ষার পর পরীক্ষার তারিখ হয়েও তা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী। ওয়াসিম জাফর নামের একজন প্রার্থী বলেন, তিনটা বছর অপেক্ষার পর তারিখ হলো। এখন সেটাও পিছিয়ে গেল। আবার কবে এই পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়ে নতুন করে অপেক্ষার শুরু হলো।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষার সূচি বদলে যাওয়ায় স্থগিত করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থী সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) মুহাম্মদ আবদুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘রাজধানীর ৯৬টি কেন্দ্রে আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ২৫ তারিখের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ এগিয়ে নিয়ে আসায় আমাদের পরীক্ষাটা স্থগিত করতে হয়েছে।’
প্রায় তিন বছর আগে ২০১৯ সালের আগস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর পরপরই করোনা মহামারি শুরু হওয়ায় এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টরা জানান, প্রার্থীসংখ্যা বেশি হওয়ার কারণে স্বল্পদিনের প্রস্তুতিতে এই পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কেন্দ্রের ব্যবস্থা করাসহ নানা কাজে কয়েক মাস আগে থেকে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে হয়। এবার পরীক্ষা স্থগিত হওয়ায় সহসাই নতুন করে আবারও এই পরীক্ষার সূচি ঘোষণা করা সম্ভব নাও হতে পারে।
এ বিষয়ে আব্দুল হাই বলেন, ‘কেন্দ্র ম্যানেজ করা গেলে আমরা আবারও অতিসত্বর পরীক্ষার আয়োজন করব।’
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।
তিন বছর অপেক্ষার পর পরীক্ষার তারিখ হয়েও তা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী। ওয়াসিম জাফর নামের একজন প্রার্থী বলেন, তিনটা বছর অপেক্ষার পর তারিখ হলো। এখন সেটাও পিছিয়ে গেল। আবার কবে এই পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়ে নতুন করে অপেক্ষার শুরু হলো।
হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
১২ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য বাংলাদেশ যেন এমন একটা ব্যবস্থা তৈরি করা, যাতে করে পুনরায় কোন অবস্থাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন। আজ সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’–এ যোগ দেবেন।
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
১৫ ঘণ্টা আগে