কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ অতিথি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।
অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলেছি। যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে। যাতে বাংলাদেশের জনগণের তাঁদের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের বিষয়—কীভাবে তারা আন্তর্জাতিক এ মানদণ্ড প্রতিষ্ঠা করবে। অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও বাংলাদেশের জনগণকেই।’
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত র্যাব ও র্যাব কর্মকর্তাদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।
বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ অতিথি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।
অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলেছি। যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে। যাতে বাংলাদেশের জনগণের তাঁদের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের বিষয়—কীভাবে তারা আন্তর্জাতিক এ মানদণ্ড প্রতিষ্ঠা করবে। অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও বাংলাদেশের জনগণকেই।’
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত র্যাব ও র্যাব কর্মকর্তাদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা বায়ুদূষণ বা দুর্ঘটনা চাই না। পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না। শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদী কে দূষণ করল, সে প্রশ্ন তোলা উচিত। আমাদের আট দফা
১ ঘণ্টা আগেবাংলাদেশের একজন কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।
২ ঘণ্টা আগেকুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের কোনো প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেরাষ্ট্র কাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন
৫ ঘণ্টা আগে