নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিসর থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার ঘটনায় সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে না। এমন অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, সংসদীয় সাব কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের তৈরি করা সার সংক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিটির সদস্যরা সন্তুষ্ট না হয়ে অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানোর সুপারিশ করা হয়।
তবে, বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি জানানো হয়নি। অবশ্য আজকের বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ লিজ নেয় বিমান। ইজিপ্ট এয়ারের সঙ্গে চুক্তি অনুযায়ী, যাত্রী ঠিকভাবে চলাচল না করলেও উড়োজাহাজ দুটির জন্য বিমানকে মাসে ১১ কোটি টাকা করে দিতে হয়েছে। বহন করতে হয়েছে সব ধরনের রক্ষণাবেক্ষণ ব্যয়। পাঁচ বছরের আগে চুক্তি বাতিল করতে পারবে না—এমন শর্তও ছিল। এ ছাড়া লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দেওয়ার কথাও চুক্তিতে উল্লেখ ছিল।
উড়োজাহাজ দুটি লিজ নেয়ার পর থেকে বারবার ইঞ্জিন বিকল হওয়া, আবার ভাড়ায় আনা, সেগুলোর মেরামত এবং উড়োজাহাজের ভাড়াসহ আনুসঙ্গিক কাজে বিপুল অর্থ খরচ করতে হয়।
দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল। সেই দায় থেকে ২০২০ সালের মার্চে মুক্ত হয় বিমান।
দশম জাতীয় সংসদের বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুটি মিসরীয় বিমান লিজ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। ওই সময় তারা লিজে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্তে একটি সাব কমিটিও গঠন করে। বর্তমান সংসদের কমিটিও নতুন করে আরও একটি সাব কমিটি গঠন করে। ওই সাব কমিটি বেশ কিছু অনিয়ম পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। পাশাপাশি কমিটি জড়িতদের কমিটিতে ডেকে ব্যাখ্যা চেয়েছে।
এদিকে সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে কমিটির আগের বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে যে সার সংক্ষেপ উপস্থাপন করা হয় তাতে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
ওই বৈঠকে কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘মিসরীয় এয়ারক্রাফট লিজ প্রক্রিয়ার দুর্নীতি সম্পর্কিত সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় যে সারসংক্ষেপ তৈরি করেছে তা অসমাপ্ত ও পূর্ণাঙ্গ নয়।’ ব্যারিস্টার তানজীবুল আলমকে সর্বপ্রথমে আইনের আওতায় আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া লিজ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থার জন্য দুদকে পাঠানোর সুপারিশ করেন ফিরোজ রশীদ।
কমিটির সদস্য তানভীর ইমাম বলেন, ‘দীর্ঘদিন ধরে তদন্তের পর সাব কমিটি সুপারিশ করেছে, তার ভিত্তিতে মন্ত্রণালয়ের সার সংক্ষেপে প্রতিবেদনটিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।’ তিনি সুপারিশসহ তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে দুদকে পাঠানোর প্রস্তাব করেন।
আরেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘দীর্ঘ দেড় বছর ধরে তদন্ত করে সাব কমিটি প্রতিবেদন দিল। কিন্তু এর ওপর মন্ত্রণালয় যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে তা গ্রহণযোগ্য নয়।’ তিনি সাব কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের পরিবর্তে পিবিআই বা দুদককে দিয়ে অধিকতর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। কমিটির সদস্য কানিজ ইজতেমার দ্রুততার সঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।
পরে বৈঠকে দুটি মিসরীয় এয়ারক্রাফট লিজ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গঠিত সংসদীয় সাব কমিটির প্রতিবেদন বিশেষ করে চুক্তিপত্র প্রণয়ন এবং যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষাকরণ টিমের কার্যক্রম ত্রুটিপূর্ণ থাকায় স্থায়ী কমিটির সুপারিশসহ সার্বিক বিষয়ে অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানোর সুপারিশ করা হয়।
এ ব্যাপারে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সুসংবদ্ধভাবে ব্যবহারের লক্ষ্যে বিদ্যমান নীতিমালা পরিমার্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। কমিটি হোটেল সোনারগাঁও এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে যথাযথভাবে পরিচালনার স্বার্থে নির্বাহী কমিটি গঠনসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করার সুপারিশ করে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব আলী, মোশাররফ হোসেন উপস্থিত নেন।
মিসর থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার ঘটনায় সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে না। এমন অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, সংসদীয় সাব কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের তৈরি করা সার সংক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিটির সদস্যরা সন্তুষ্ট না হয়ে অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানোর সুপারিশ করা হয়।
তবে, বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি জানানো হয়নি। অবশ্য আজকের বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ লিজ নেয় বিমান। ইজিপ্ট এয়ারের সঙ্গে চুক্তি অনুযায়ী, যাত্রী ঠিকভাবে চলাচল না করলেও উড়োজাহাজ দুটির জন্য বিমানকে মাসে ১১ কোটি টাকা করে দিতে হয়েছে। বহন করতে হয়েছে সব ধরনের রক্ষণাবেক্ষণ ব্যয়। পাঁচ বছরের আগে চুক্তি বাতিল করতে পারবে না—এমন শর্তও ছিল। এ ছাড়া লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দেওয়ার কথাও চুক্তিতে উল্লেখ ছিল।
উড়োজাহাজ দুটি লিজ নেয়ার পর থেকে বারবার ইঞ্জিন বিকল হওয়া, আবার ভাড়ায় আনা, সেগুলোর মেরামত এবং উড়োজাহাজের ভাড়াসহ আনুসঙ্গিক কাজে বিপুল অর্থ খরচ করতে হয়।
দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল। সেই দায় থেকে ২০২০ সালের মার্চে মুক্ত হয় বিমান।
দশম জাতীয় সংসদের বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুটি মিসরীয় বিমান লিজ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। ওই সময় তারা লিজে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্তে একটি সাব কমিটিও গঠন করে। বর্তমান সংসদের কমিটিও নতুন করে আরও একটি সাব কমিটি গঠন করে। ওই সাব কমিটি বেশ কিছু অনিয়ম পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। পাশাপাশি কমিটি জড়িতদের কমিটিতে ডেকে ব্যাখ্যা চেয়েছে।
এদিকে সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে কমিটির আগের বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে যে সার সংক্ষেপ উপস্থাপন করা হয় তাতে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
ওই বৈঠকে কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘মিসরীয় এয়ারক্রাফট লিজ প্রক্রিয়ার দুর্নীতি সম্পর্কিত সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় যে সারসংক্ষেপ তৈরি করেছে তা অসমাপ্ত ও পূর্ণাঙ্গ নয়।’ ব্যারিস্টার তানজীবুল আলমকে সর্বপ্রথমে আইনের আওতায় আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া লিজ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থার জন্য দুদকে পাঠানোর সুপারিশ করেন ফিরোজ রশীদ।
কমিটির সদস্য তানভীর ইমাম বলেন, ‘দীর্ঘদিন ধরে তদন্তের পর সাব কমিটি সুপারিশ করেছে, তার ভিত্তিতে মন্ত্রণালয়ের সার সংক্ষেপে প্রতিবেদনটিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।’ তিনি সুপারিশসহ তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে দুদকে পাঠানোর প্রস্তাব করেন।
আরেক সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘দীর্ঘ দেড় বছর ধরে তদন্ত করে সাব কমিটি প্রতিবেদন দিল। কিন্তু এর ওপর মন্ত্রণালয় যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে তা গ্রহণযোগ্য নয়।’ তিনি সাব কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের পরিবর্তে পিবিআই বা দুদককে দিয়ে অধিকতর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। কমিটির সদস্য কানিজ ইজতেমার দ্রুততার সঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।
পরে বৈঠকে দুটি মিসরীয় এয়ারক্রাফট লিজ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গঠিত সংসদীয় সাব কমিটির প্রতিবেদন বিশেষ করে চুক্তিপত্র প্রণয়ন এবং যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষাকরণ টিমের কার্যক্রম ত্রুটিপূর্ণ থাকায় স্থায়ী কমিটির সুপারিশসহ সার্বিক বিষয়ে অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানোর সুপারিশ করা হয়।
এ ব্যাপারে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সুসংবদ্ধভাবে ব্যবহারের লক্ষ্যে বিদ্যমান নীতিমালা পরিমার্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। কমিটি হোটেল সোনারগাঁও এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে যথাযথভাবে পরিচালনার স্বার্থে নির্বাহী কমিটি গঠনসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করার সুপারিশ করে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব আলী, মোশাররফ হোসেন উপস্থিত নেন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, ‘বিমান ভাসছে না...মনে হচ্ছে নিচে পড়ছে।’
১ ঘণ্টা আগেবিএনপি, জামায়াতে ইসলামীসহ ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আধঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠক রাত সাড়ে ৯টার পর শেষ হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে আজ মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় উৎসুক জনতার ভিড়ে বারবার বিঘ্ন ঘটে। এতে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠাতে সমস্যা হয়। উদ্ধারকাজে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে প্রশাসনিক
৪ ঘণ্টা আগে