Ajker Patrika

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের পরিপত্র জারি

করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মকাণ্ডের কারণে সব ধরনের বিদেশ সফর বন্ধের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার অর্থ বিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/শিক্ষা সফর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

এতে বলা বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে। 

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘এই আদেশ সব মন্ত্রণালয়কে অনুসরণ করতে হবে।’ 

যেসব সরকারি সফরের অনাপত্তি এরই মধ্যে সরকারের পক্ষে দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অবিলম্বে কার্যকর হবে। ওইগুলো বাতিল হয়ে যাবে। এখন যদি তারা আমাদের মতামত নেয়, সেটা আমরা জানিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...