Ajker Patrika

তফসিল ঘোষণার পর বেআইনি সভা সমাবেশ কঠোর হস্তে দমন: প্রেস সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনে নামলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম।

তফসিল ঘোষণার প্রেক্ষাপটে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর রাস্তা বন্ধ করে যারা অন্যায় দাবি নিয়ে নামবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর আমরা সেটা চেষ্টা করছি।’

প্রেস সচিব আরও বলেন, অনেকেই অপেক্ষা করতে চাচ্ছেন না। অনেকেই অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলনের চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, যারা বেআইনি আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষারকারী বাহিনী ব্যবস্থা নেবে।

শফিকুল আলম জানান, অনলাইন বা সাইবার জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টা শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেন, এগুলো রোধে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আশা করছি, ভালো থাকবে। নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...