Ajker Patrika

ডেঙ্গু: দুই সপ্তাহেই আক্রান্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ৫৩

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২৩: ১৮
ডেঙ্গু: দুই সপ্তাহেই আক্রান্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ৫৩

চলতি মাসের প্রথম ১৫ দিনেই ১১ হাজার ৪৭৬ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মাত্র অর্ধমাসে এত আক্রান্ত ও মৃত্যু এর আগে কখনো দেখেনি বাংলাদেশ।

আজ শনিবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সেখানে বলা হয়েছেন, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৬৪ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪৫৫ জন। 

এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৯ জন। যার মধ্যে ঢাকায় ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৩ জন। এ নিয়ে দেশে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে ৭৮ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত