Ajker Patrika

সন্ধ্যা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪২
Thumbnail image

এক কোটি টিকা দেওয়ার জন্য বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চলবে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এক কোটির ওপরে টিকা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যসচিব লোকমান হাকিম মিয়া।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে, তাতে সবাই রেসপন্স করছে। আশা করি আমরা ১ কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরো বেশি দিতে পারব।’ 

প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজকে টার্গেট পূরণ না হলে সময় বাড়ানো হবে কি না, এ বিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত