Ajker Patrika

চার দিনে ৪৩১ প্রার্থীর আপিল আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৬
চার দিনে ৪৩১ প্রার্থীর আপিল আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও ৯৩ জন আপিল আবেদন করেছেন। আজ শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে এ আবেদন করেন সংক্ষুব্ধরা। 

ইসি কর্মকর্তারা বলেন, প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫ এবং আজ চতুর্থ দিন ৯৩ জন আপিল আবেদন করেছেন। চার দিনে মোট ৪৩১ জন সংক্ষুব্ধ প্রার্থী ইসিতে আবেদন করেছেন। এর মধ্যে বেশ কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদনও রয়েছে। 

আগামীকাল শনিবার আপিল জমা দেওয়ার শেষ দিন। পরদিন রোববার থেকে আপিলের শুনানি শুরু করবে ইসি। আপিল শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত