Ajker Patrika

পুলিশের উর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের উর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে চারজন অতিরিক্ত ডিআইডি ও ১২ জন পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া সারদা পুলিশের অতিরিক্ত ডিআইজিফয়সাল মাহমুদকে সিলেট রেঞ্জে, ঢাকার এন্টিটেরিরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফারুক আহমেদকে এপিবিএন সদরদপ্তরে, এসবির অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে টিডিএস-এ, হাইওয়ে পুলিশের এসপি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জে বদলি, এসপি মর্যাদার কমান্ড্যান্ট সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমকে ট্যুরিস্ট পুলিশের এসপি, ট্যুরিষ্ট পুলিশের এসপি খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ অধিদপ্তরের এআইজি, নোয়াখালী পিটিসির এসপি মীর আবু তৌহিদকে ডিআইডির পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশের এসপি মিজানুর রহমানকে এপিবিএন-এর এসপি, কুষ্টিয়ার ইনসার্বিস ট্রেনিংয়ের কমাড্যান্ট সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশের এসপি, এন্টিটেরিরিজম ইউনিটের এসপি কাজী মো. আবদুর রহীমকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে বদলি, ডিআইডির পুলিশ সুপার আবদুল্লাহ আল ইয়াছিনকে বরিশালের ইনসার্ভিস ট্রেনিংয়ের কমান্ডেন্ট হিসেবে এবং সুপারনিউমারি পুলিশ সুপার সিলেট এসএমপির আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত