নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে রাজনৈতিক দল গঠন ও পরিচালনাকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্টের একটি খসড়া প্রস্তুত করার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি জায়গায় অনুরোধ করেছি, একটা অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করে ড্রাফটটা আমাদের দেন। আমরা আলাপ করব, আমি এটার ওপর জোর দেব। কারণ, আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন এ দেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলেই দল খুললেন আর চাঁদাবাজি শুরু করলেন—এটা আর হবে না। অবশ্যই নিবন্ধন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে। পুলিশও রক্ত দিয়েছে।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আর চাটুকারিতা, মাই গড! এ দেশে চাটুকারিতায় ভরে গেছে। মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করে। এই দেশ আপনাদের, মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের কর্তব্য পালন না করেন, আমাদের পক্ষে, মুষ্টিমেয় লোকের পক্ষে দেশ চালানো সম্ভব না।’
এ সময় সাংবাদিকেরা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সরকারের আমলে নিষিদ্ধ করা দল সম্পর্কে এই সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা রাজনৈতিক বিষয়।’
বাংলাদেশে রাজনৈতিক দল গঠন ও পরিচালনাকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্টের একটি খসড়া প্রস্তুত করার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি জায়গায় অনুরোধ করেছি, একটা অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করে ড্রাফটটা আমাদের দেন। আমরা আলাপ করব, আমি এটার ওপর জোর দেব। কারণ, আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন এ দেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলেই দল খুললেন আর চাঁদাবাজি শুরু করলেন—এটা আর হবে না। অবশ্যই নিবন্ধন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে। পুলিশও রক্ত দিয়েছে।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আর চাটুকারিতা, মাই গড! এ দেশে চাটুকারিতায় ভরে গেছে। মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করে। এই দেশ আপনাদের, মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের কর্তব্য পালন না করেন, আমাদের পক্ষে, মুষ্টিমেয় লোকের পক্ষে দেশ চালানো সম্ভব না।’
এ সময় সাংবাদিকেরা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সরকারের আমলে নিষিদ্ধ করা দল সম্পর্কে এই সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা রাজনৈতিক বিষয়।’
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
২ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
২ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
২ ঘণ্টা আগে