Ajker Patrika

সহসাই কাটছে না মামলার জট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহসাই কাটছে না মামলার জট

সারা দেশে আদলতে জমে থাকা মামলার জট নিরসন অসম্ভব না হলেও সহসা তা কাটছে না বলে মন্তব্য করছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে আইন কমিশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বৈঠক শেষে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে মামলা জট নিরসন নিয়ে আলোচনা হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান তাঁর মতামত দিয়েছেন। আমাদের সদস্যরাও তাঁদের কথা বলেছেন। আমরা আবারও একটি বৈঠক করব। তখন সুপারিশ চূড়ান্ত করা হবে।’ 

শহীদুজ্জামান সরকার বলেন, ‘সার্বিক আলোচনার পর আমার মনে হয়েছে, মামলা জট কমানো অসম্ভব নয়, তবে দুরূহ। এখানে বিচারক নিয়োগের বিষয় আছে। তাঁদের প্রশিক্ষণ ও মনিটরিংয়ের ব্যাপার আছে। চাইলেই তো বিচারক বাড়ানো যায় না। সাক্ষ্য আইন সংশোধনেরও প্রয়োজন আছে।’ 

সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশের আদালতে বর্তমানে ৩৯ লাখ মামলা ঝুলে রয়েছে। এ প্রসঙ্গে শহীদুজ্জামান সরকার জানান, বৈঠকে জানানো হয়, বাংলাদেশে জনগণের জন্য বিচারক আছেন কম-বেশি ১ হাজার ৮০০ জন। যেখানে যুক্তরাজ্যে প্রতি সাত হাজার নাগরিকের জন্য একজন বিচারক আছেন। আর যুক্তরাষ্ট্রে ৩২ কোটি জনগণের জন্য বিচারক আছেন ৮৬ হাজার। 

বৈঠকে বিচারক নিয়োগের শর্ত হিসেবে বার কাউন্সিলের সনদ বাধ্যতামূলক করার পক্ষেও মত এসেছে বলে জানান শহীদুজ্জামান সরকার। বৈঠকে জানানো হয়, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিকাহ রেজিস্ট্রার থেকে তিন বছরে ৭ কোটি ৮৫ হাজার টাকা ৪৫৮ টাকা কোষাগারে জমা পড়েছে। কমিটির পরের বৈঠকে ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন’ নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়। 

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত