Ajker Patrika

আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী 

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

২০২০ সালের ৮ এপ্রিল র‍্যাব মহাপরিচালক দায়িত্ব পান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত