Ajker Patrika

৫ মাস পর অন-অ্যারাইভাল ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫ মাস পর অন-অ্যারাইভাল ভিসা চালু

কোভিডের কারণে বন্ধ থাকার পর সব ক্যাটাগরিতে চালু হলো বিনা ভিসায় বাংলাদেশে বিদেশিদের আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল)। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় সুরক্ষা সেবা বিভাগের ২০২১ সালের ১ ডিসেম্বরের পরিপত্র বাতিল করে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র মোতাবেক আগমনী ভিসা পুনরায় চালু করা হলো। তবে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। 

করোনা সংক্রমণ রোধে প্রথমে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। আর ওই বছরের ১৬ জুন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল অন-অ্যারাইভাল ভিসা। তবে গত বছরের ১ ডিসেম্বর থেকে চার ক্যাটাগরিতে আবার তা চালু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত