Ajker Patrika

শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য সরবরাহকারী শিমুল আহমেদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, বাদী শিমুল আহমেদ একটি বেসরকারি কোম্পানিতে একজন চাকরি করেন। তিনি পণ্য সরবরাহ করেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন এলাকায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে তিনি যোগ দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীরা মিছিলে গুলি চালালে তিনিও গুলিবিদ্ধ হন। ডান পায়ের উপরিভাগে তার গুলি লাগে। এতে শিমুল পঙ্গুত্ব বরণ করেন।

অভিযোগে বাদী আরও বলেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি এই হত্যার বিচার চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত