কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর বাংলাদেশসহ মোট ১২টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ভারত। এসব দেশে থেকে ভ্রমণে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে সেই তালিকা থেকে বাংলাদেশের নাম আজ মঙ্গলবার বাদ দিয়েছে দেশটি। কূটনৈতিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোভ্যাক্সের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশকে করোনার টিকা উপহার দেওয়া নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জেন মারিন সুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকার যে ওমিক্রন ভাইরাসটি এসেছে, তার জন্য ১২টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকা তৈরি করেছিল ভারত। সেই তালিকায় বাংলাদেশকে রেখেছিল। ভারতের এ তালিকায় বাংলাদেশের নাম দেখে আমরা অবাক হয়েছি। আমাদের দেশে ভাইরাস নেই, আমরা এটি জয় করেছি। তারপরও ভারত বাংলাদেশের নাম ১২টি দেশের তালিকায় রেখেছে।’
একে আব্দুল মোমেন বলেন, ‘সামনের দিনে ভারতের সঙ্গে একত্রে বাংলাদেশ অনেকগুলো অনুষ্ঠান করবে। আগামী ৬ তারিখে মৈত্রী সম্মেলন, বহু মানুষ ভারতে যাবে, ভারত থেকে অনেক মানুষ আসবে। আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকাতে শান্তি সম্মেলন। ১৬-১৭ ডিসেম্বর বিজয় দিবসের বড় অনুষ্ঠান। এর মধ্যে এ তালিকায় বাংলাদেশকে রাখা আতঙ্কের সৃষ্টি হয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়ে বাংলাদেশ ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে ভারত সরকার বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এ জন্য ভারত সরকার ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’
ভারত কেন বাংলাদেশকে লাল তালিকায় রেখেছিল? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করিনি। আমরা ভারতকে অনুরোধ করেছি লাল তালিকা থেকে বাদ দেওয়ার। তাদের বলেছি যে, বাংলাদেশের করোনার পরিস্থিতি ভারতের থেকে ভালো।’
কোনো দেশকে বাংলাদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে কি না, এ প্রশ্নে একে আব্দুল মোমেন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা থেকে আসার বিষয়ে। অন্যান্য দেশ থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে।’
আজ আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রস্তাব দেব। সেই প্রস্তাবে বিস্তারিত থাকবে। দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশ থেকে এ মুহূর্তে মানুষ চাচ্ছি না।’
অনুষ্ঠানে বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার জন্য ফ্রান্স সরকার ও জনগণকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সম্প্রতি রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফ্রান্সে যান, তখন বাংলাদেশকে এ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স। দেশটির সরকার প্রধানমন্ত্রীকে যে ধরনের সম্মান জানায়, আগে কখনো এ ধরনের সম্মান দিতে দেখিনি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদিকে ফ্রান্স সরকার বাংলাদেশকে ২০ লাখ ৬০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে। সুইডেন সরকার বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।’
অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত জেন মারিন সু দুই দেশের সম্পর্ক জোরদারের কথা বলেন।
দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর বাংলাদেশসহ মোট ১২টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ভারত। এসব দেশে থেকে ভ্রমণে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে সেই তালিকা থেকে বাংলাদেশের নাম আজ মঙ্গলবার বাদ দিয়েছে দেশটি। কূটনৈতিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোভ্যাক্সের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশকে করোনার টিকা উপহার দেওয়া নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জেন মারিন সুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকার যে ওমিক্রন ভাইরাসটি এসেছে, তার জন্য ১২টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকা তৈরি করেছিল ভারত। সেই তালিকায় বাংলাদেশকে রেখেছিল। ভারতের এ তালিকায় বাংলাদেশের নাম দেখে আমরা অবাক হয়েছি। আমাদের দেশে ভাইরাস নেই, আমরা এটি জয় করেছি। তারপরও ভারত বাংলাদেশের নাম ১২টি দেশের তালিকায় রেখেছে।’
একে আব্দুল মোমেন বলেন, ‘সামনের দিনে ভারতের সঙ্গে একত্রে বাংলাদেশ অনেকগুলো অনুষ্ঠান করবে। আগামী ৬ তারিখে মৈত্রী সম্মেলন, বহু মানুষ ভারতে যাবে, ভারত থেকে অনেক মানুষ আসবে। আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকাতে শান্তি সম্মেলন। ১৬-১৭ ডিসেম্বর বিজয় দিবসের বড় অনুষ্ঠান। এর মধ্যে এ তালিকায় বাংলাদেশকে রাখা আতঙ্কের সৃষ্টি হয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়ে বাংলাদেশ ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে ভারত সরকার বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এ জন্য ভারত সরকার ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’
ভারত কেন বাংলাদেশকে লাল তালিকায় রেখেছিল? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করিনি। আমরা ভারতকে অনুরোধ করেছি লাল তালিকা থেকে বাদ দেওয়ার। তাদের বলেছি যে, বাংলাদেশের করোনার পরিস্থিতি ভারতের থেকে ভালো।’
কোনো দেশকে বাংলাদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে কি না, এ প্রশ্নে একে আব্দুল মোমেন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা থেকে আসার বিষয়ে। অন্যান্য দেশ থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে।’
আজ আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রস্তাব দেব। সেই প্রস্তাবে বিস্তারিত থাকবে। দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশ থেকে এ মুহূর্তে মানুষ চাচ্ছি না।’
অনুষ্ঠানে বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার জন্য ফ্রান্স সরকার ও জনগণকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সম্প্রতি রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফ্রান্সে যান, তখন বাংলাদেশকে এ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স। দেশটির সরকার প্রধানমন্ত্রীকে যে ধরনের সম্মান জানায়, আগে কখনো এ ধরনের সম্মান দিতে দেখিনি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদিকে ফ্রান্স সরকার বাংলাদেশকে ২০ লাখ ৬০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে। সুইডেন সরকার বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।’
অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত জেন মারিন সু দুই দেশের সম্পর্ক জোরদারের কথা বলেন।
দর-কষাকষির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কি না। আমরা তো ফল আনলাম এবং যেটা আনলাম, আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে, সেই রেঞ্জে।’ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা
১৫ মিনিট আগেবাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলাচিঠি দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞেরা। তাঁরা এই সুপারিশগুলোকে আগামী ‘জুলাই চার্টার ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেসভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা বায়ুদূষণ বা দুর্ঘটনা চাই না। পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না। শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদী কে দূষণ করল, সে প্রশ্ন তোলা উচিত। আমাদের আট দফা
৬ ঘণ্টা আগেবাংলাদেশের একজন কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।
৭ ঘণ্টা আগে