Ajker Patrika

সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

বাসস
আপডেট : ২১ জুন ২০২২, ১৬: ২১
Thumbnail image

চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম ১০ দিনের মধ্যে হতে পারে।’

মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অফিস সফরের তারিখ চূড়ান্ত করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় সফরের এই সময় ঠিক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত