নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ ক্ষেত্রে দুই সিটিতে একদিনে ও অপর তিন সিটিতে একসঙ্গে একই দিনে ভোট হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা জানান তিনি।
এ সময় নির্বাচনগুলোতে সরকার থেকে অর্থ বরাদ্দ পেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। মো. আলমগীর বলেন, ‘যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সে জন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে আগেই করা।’
আজ ইসির অনানুষ্ঠানিক সভা হয়েছে। এতে চলতি বছর আসন্ন সিটি নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয়। ওই সভার সূত্র ধরে ইসি আলমগীর বলেন, এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মার্চের পর একসঙ্গে কয়েকটি নির্বাচনের তফসিল দেওয়া হবে।
মো. আলমগীর আরও জানান, যেসব সিটির ক্ষণ গণনা আগে শুরু হবে সেগুলোতে আগে ভোটের আয়োজন করবে ইসি। এ ক্ষেত্রে গাজীপুর, খুলনা ও রাজশাহীর ক্ষণগননা আগেই শুরু হবে। আর বরিশাল ও সিলেটের পরে বিধায় এই দুই সিটির ভোটও পরে আয়োজন করা হবে।
সিটি নির্বাচনগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, ‘এটা নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার হবে।’
সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনে কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করা হবে।’
সিসি ক্যামেরা নিয়ে সরকারের সদিচ্ছার অভাব আছে বলে মনে করেন না মো. আলমগীর। তিনি বলেন, ‘সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারেন। দলের সঙ্গে সরকারের মন্তব্যের রিলেশন করা যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।’
আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ ক্ষেত্রে দুই সিটিতে একদিনে ও অপর তিন সিটিতে একসঙ্গে একই দিনে ভোট হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা জানান তিনি।
এ সময় নির্বাচনগুলোতে সরকার থেকে অর্থ বরাদ্দ পেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। মো. আলমগীর বলেন, ‘যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সে জন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে আগেই করা।’
আজ ইসির অনানুষ্ঠানিক সভা হয়েছে। এতে চলতি বছর আসন্ন সিটি নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয়। ওই সভার সূত্র ধরে ইসি আলমগীর বলেন, এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মার্চের পর একসঙ্গে কয়েকটি নির্বাচনের তফসিল দেওয়া হবে।
মো. আলমগীর আরও জানান, যেসব সিটির ক্ষণ গণনা আগে শুরু হবে সেগুলোতে আগে ভোটের আয়োজন করবে ইসি। এ ক্ষেত্রে গাজীপুর, খুলনা ও রাজশাহীর ক্ষণগননা আগেই শুরু হবে। আর বরিশাল ও সিলেটের পরে বিধায় এই দুই সিটির ভোটও পরে আয়োজন করা হবে।
সিটি নির্বাচনগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, ‘এটা নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার হবে।’
সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনে কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করা হবে।’
সিসি ক্যামেরা নিয়ে সরকারের সদিচ্ছার অভাব আছে বলে মনে করেন না মো. আলমগীর। তিনি বলেন, ‘সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারেন। দলের সঙ্গে সরকারের মন্তব্যের রিলেশন করা যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।’
শুধু পাঠদান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেন অনেক কাজের কাজি। ভোট গ্রহণ, ভোটার তালিকা, শুমারি, জরিপ, টিকাদান, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো, টিসিবির চাল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানসহ বারোয়ারি অন্তত ২০ ধরনের কাজ করতে হচ্ছে তাঁদের। সরকারি এসব কাজে বছরে ব্যস্ত থাকছেন কমপক্ষে...
৬ ঘণ্টা আগেদেশের সব আসামির মামলা-সংক্রান্ত তথ্য-উপাত্ত থাকা পুলিশের ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে মাদক কর্মকর্তাদের প্রবেশাধিকার দিচ্ছে না সরকার। পুলিশ সদর দপ্তরের সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব সিডিএমএস তৈরি করবে।
৭ ঘণ্টা আগে২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছিলেন দুই কলেজশিক্ষার্থী। সেই ঘটনার পর শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন। ধরন ও মাত্রার দিক থেকে তা ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকার হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
৭ ঘণ্টা আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) আশঙ্কা, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। দলটির কিছু নেতা-কর্মী এ সময় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
৭ ঘণ্টা আগে