Ajker Patrika

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১ লাখ ৩৫ হাজার কোটি এবং ঋণ ও অনুদান হিসেবে ব্যয় রাখা হয়েছে ৮১ হাজার কোটি টাকা।

অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের এডিপির বরাদ্দ কমেছে ৪৯ হাজার কোটি টাকা। মূল বাজেট থেকে ১৮ শতাংশ কর্তন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত