বাসস, ঢাকা
আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে। বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, নতুন নীতিমালার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মুক্ত সাংবাদিকতার স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সর্বোচ্চ বডি নীতিমালাটি চূড়ান্ত করবে।
সর্বশেষ ২০২২ সালের অ্যাক্রিডিটেশন নীতিমালার বেশ কিছু ধারা পর্যালোচনার পর আপত্তিকর শব্দ ও বিধান বাতিলের সুপারিশ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারের উন্নয়ন প্রচারের বাধ্যবাধকতা, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
এ ছাড়া, সাংবাদিকদের বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের কিছু সংস্থাকে অবহিত করার নিয়ম বাতিলের সুপারিশ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সংবাদপত্রের সার্কুলেশন অনুযায়ী কার্ড ইস্যুর বিধান পরিবর্তন করে, সংবাদমাধ্যমের সাংবাদিক সংখ্যা অনুযায়ী ৩০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ জনকে কার্ড দেওয়া হবে।
ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে নতুন নীতিমালায় প্রস্তাব করা হয়েছে যে, একজন সাংবাদিককে কমপক্ষে ২০ বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে অথবা সাংবাদিকতার অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা ফ্রিল্যান্সার কার্ড পাবেন।
আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড ইস্যু করতেন, তবে এবার সাংবাদিক ও বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোনো সাংবাদিক কার্ড না পেলে তিনি আপিল করতে পারবেন। আপিল বোর্ডে জাতীয় পর্যায়ে পত্রিকার সম্পাদক, বিচারপতি এবং বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা থাকবেন। জেলা পর্যায়ে সাংবাদিকদের কার্ড জেলা কমিটির মাধ্যমে প্রদান করার সুপারিশ করা হয়েছে।
এবার স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের কার্ডের পরিবর্তে একটি কার্ড দেওয়া হবে, যার মেয়াদ থাকবে তিন বছর।
সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড বাতিল করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, শুধু মামলার রায়ে দোষী প্রমাণিত হলে কার্ড বাতিল হবে। তবে চূড়ান্ত চার্জশিট হলে কমিটি তার কার্ড স্থগিত করতে পারবে।
আজাদ মজুমদার আরও জানান, ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে মাত্র সাতজন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে। বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, নতুন নীতিমালার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মুক্ত সাংবাদিকতার স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সর্বোচ্চ বডি নীতিমালাটি চূড়ান্ত করবে।
সর্বশেষ ২০২২ সালের অ্যাক্রিডিটেশন নীতিমালার বেশ কিছু ধারা পর্যালোচনার পর আপত্তিকর শব্দ ও বিধান বাতিলের সুপারিশ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারের উন্নয়ন প্রচারের বাধ্যবাধকতা, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
এ ছাড়া, সাংবাদিকদের বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের কিছু সংস্থাকে অবহিত করার নিয়ম বাতিলের সুপারিশ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সংবাদপত্রের সার্কুলেশন অনুযায়ী কার্ড ইস্যুর বিধান পরিবর্তন করে, সংবাদমাধ্যমের সাংবাদিক সংখ্যা অনুযায়ী ৩০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ জনকে কার্ড দেওয়া হবে।
ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে নতুন নীতিমালায় প্রস্তাব করা হয়েছে যে, একজন সাংবাদিককে কমপক্ষে ২০ বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে অথবা সাংবাদিকতার অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা ফ্রিল্যান্সার কার্ড পাবেন।
আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড ইস্যু করতেন, তবে এবার সাংবাদিক ও বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোনো সাংবাদিক কার্ড না পেলে তিনি আপিল করতে পারবেন। আপিল বোর্ডে জাতীয় পর্যায়ে পত্রিকার সম্পাদক, বিচারপতি এবং বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা থাকবেন। জেলা পর্যায়ে সাংবাদিকদের কার্ড জেলা কমিটির মাধ্যমে প্রদান করার সুপারিশ করা হয়েছে।
এবার স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের কার্ডের পরিবর্তে একটি কার্ড দেওয়া হবে, যার মেয়াদ থাকবে তিন বছর।
সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড বাতিল করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, শুধু মামলার রায়ে দোষী প্রমাণিত হলে কার্ড বাতিল হবে। তবে চূড়ান্ত চার্জশিট হলে কমিটি তার কার্ড স্থগিত করতে পারবে।
আজাদ মজুমদার আরও জানান, ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে মাত্র সাতজন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পুনর্গঠন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দলটির প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৮ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
৪০ মিনিট আগেজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় সংসদ এলাকায় কোনো প্রকার ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
২ ঘণ্টা আগে