Ajker Patrika

গবেষণায় গ্র্যান্ট নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সরকারি বাজেটের অপেক্ষায় থাকেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গবেষণায় গ্র্যান্ট নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সরকারি বাজেটের অপেক্ষায় থাকেন: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন জায়গা থেকে গবেষণার জন্য গ্র্যান্ট না এনে গবেষণায় সরকারি বরাদ্দের জন্য বসে থাকেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস ২০২১ উপলক্ষে বৈজ্ঞানিক অধিবেশন ও পুরস্কার প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন বারবার সরকারি বরাদ্দের কথা বলেন, তাঁদের জানাতে চাই, সারা পৃথিবীতে সরকারি বরাদ্দের জন্য কিন্তু শিক্ষকেরা বলেন না। সেখানে বিভিন্ন জায়গা থেকে গ্র্যান্ট নিয়ে আসাটাও কিন্তু, শিক্ষকদের এই যে টেনিউর ট্রেক দেওয়া হয়, সেটির একটা মূল যোগ্যতা ধরা হয়। এই যে, আপনি গবেষণার জন্য কত গ্র্যান্ট নিয়ে আসছেন, আমরা তো সেগুলোর কিছুই করি না। সরকার বরাদ্দ দেবে, সে জন্য সবাই বসে থাকেন। সে বরাদ্দ নিয়ে কাজ করবেন একদিকে, তারপর বরাদ্দ নেই বলবেন। আবার বরাদ্দও ফিরে যায়।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘তবে এটা খুব আশার কথা যে, এখন গবেষণার চর্চা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং গবেষণা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন গবেষণায় অনেকেই মনোনিবেশ করছেন। এখন ইউজিসি গবেষণার জন্য গ্র্যান্ট দেয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রতিষ্ঠান আছে, তারা গ্র্যান্ট দেয়। আর সরকারি গবেষণার জন্য তো বরাদ্দ রয়েছেই। জননেত্রী শেখ হাসিনা এ বছরও গবেষণার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। আমি আশা রাখব, আমাদের চিকিৎসা বিজ্ঞানে যারা গবেষক আছেন, তাঁরা এ বিষয়ে এ ফান্ডগুলোকে সত্যিকার অর্থে কাজে লাগাবেন এবং মানসম্মত গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...