Ajker Patrika

৪০ লাখ টাকা ক্ষতিপূরণ পেল ফিজিতে নিহত প্রবাসীর পরিবার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ১২
৪০ লাখ টাকা ক্ষতিপূরণ পেল ফিজিতে নিহত প্রবাসীর পরিবার

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে দুর্ঘটনায় নিহত মো. রায়হান আলীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ফিজির সরকার সম্প্রতি রায়হান আলীর পরিবারকে ৭৫ হাজার ফিজিয়ান ডলার বা ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি মো. রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে।

রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। সে সময় বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদানের জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে।

বিবৃতিতে বলা হয়েছে, এ অর্থ নিহত রায়হানের পিতাকে প্রদান করা হবে। মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত