Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে: ত্রাণমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষণাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. এনামুর রহমান। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে এ তাগিদ দেন তিনি। 

‘জলবায়ু পরিবর্তনবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে দুর্যোগ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন না হলে আপনারা যে শিক্ষক হয়েছেন, আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, সে সুযোগ আমরা পেতাম না। স্বাধীনতার আগে পাকিস্তানি স্বৈরশাসকেরা আমাদের ওপর যে বৈষম্য চাপিয়ে দিয়েছিলেন, তা আমাদের এগিয়ে যেতে দিত না।’ 

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে মো. এনামুর রহমান বলেন, ‘আমরা দুর্যোগ মোকাবিলায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। দুর্যোগ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ গবেষণা করে এবং গবেষণালব্ধ যে কাগজ বের হয়, সেগুলো মন্ত্রণালয়ে সংরক্ষণ করা উচিত, যাতে পরবর্তীতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হয়।’ ত্রাণমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গণমুখী বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা-সংস্কৃতির নিয়মিত চর্চা হয়। এ ধারা অব্যাহত থাকলে আমরা আরও এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার কারণ হলো আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। তাদের গবেষণা এবং পরিশ্রমের কারণে বাংলাদেশ এগিয়ে যাবে। আমদের এসডিজি অর্জনের জন্যও এটি সহায়ক হয়ে উঠবে।’ 

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী হচ্ছে। রোগ সারানোর জন্য ডায়াগনোসিসের সৃষ্টি হয়েছে। দুর্যোগ যদি কোনো রোগ হয়, তার জন্য ডায়াগনোসিস প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এ রোগ সারাতে হবে।’ তিনি বলেন, ‘প্রযুক্তি-বিজ্ঞানকে বাদ দিয়ে শিক্ষা নয়। ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগটি যে জ্ঞানের সৃষ্টি করেছে, সে জন্য একটি পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন রয়েছে।’ 

এ সময় আরও বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দোরগোড়ায় বাংলাদেশ

ফেসবুকে নাহিদ ইসলামের বিস্ফোরক স্ট্যাটাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত