Ajker Patrika

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

ঢাকা: বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে ভার্চুয়ালি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, এমন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি। যা বিদ্যমান সুরক্ষা কর্মসূচিগুলো আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করবে। পাশাপাশি এই উদ্যোগ কোভিড-১৯ মহামারির অভিঘাত থেকে উত্তরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত