Ajker Patrika

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২: ২৩
অধ্যাপক সি আর আবরার। ছবি: সংগৃহীত
অধ্যাপক সি আর আবরার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক আবরার।

এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে আজ নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমিনুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও এই বিভাগের একটি সূত্র জানিয়েছে।

একজন কর্মকর্তা বলেন, এম আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই স্ট্যাটাস ডিলিট করে দেন আমিনুল ইসলাম।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত