অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১৮ তারিখ সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন আয়োজনের বার্তা দেওয়া হবে। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা। নির্বাচনে জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিসিদের জন্য আমাদের বার্তা থাকবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার। কারণ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।
ইসি আরও বলেন, ‘আমরা একটি উত্তম নির্বাচন করতে চাচ্ছি। যেকোনো মূল্যে এটি করতে হবে। সেই বার্তাটি আমরা দেওয়ার চেষ্টা করব।’
মাঠ প্রশাসন কমিশনের কথা শোনে না, এমন সমালোচনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই প্রশাসনকে নিয়েই হয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। এতে করে কেউ সাহস পাবে না। কারণ আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে, খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘আমাদের এ বিষয়ে বলার সময় আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। আরও সময় লাগবে আমাদের। এখনই কিছু বলতে চাচ্ছি না। সময়ই আমাদের গাইড করবে আমরা কী করব।’
ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। যখন তফসিল হবে এবং নির্বাচন কমিশন যখন মনে করবে যেখানে যে নিরপেক্ষ ডিসিকে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে।
নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ আবেদন এসেছে। আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। নির্বাচন কমিশনের কাছে যথোপযুক্ত হবে, সেটাই হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১৮ তারিখ সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন আয়োজনের বার্তা দেওয়া হবে। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা। নির্বাচনে জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিসিদের জন্য আমাদের বার্তা থাকবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার। কারণ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।
ইসি আরও বলেন, ‘আমরা একটি উত্তম নির্বাচন করতে চাচ্ছি। যেকোনো মূল্যে এটি করতে হবে। সেই বার্তাটি আমরা দেওয়ার চেষ্টা করব।’
মাঠ প্রশাসন কমিশনের কথা শোনে না, এমন সমালোচনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই প্রশাসনকে নিয়েই হয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। এতে করে কেউ সাহস পাবে না। কারণ আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে, খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘আমাদের এ বিষয়ে বলার সময় আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। আরও সময় লাগবে আমাদের। এখনই কিছু বলতে চাচ্ছি না। সময়ই আমাদের গাইড করবে আমরা কী করব।’
ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। যখন তফসিল হবে এবং নির্বাচন কমিশন যখন মনে করবে যেখানে যে নিরপেক্ষ ডিসিকে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে।
নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ আবেদন এসেছে। আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। নির্বাচন কমিশনের কাছে যথোপযুক্ত হবে, সেটাই হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা বলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি..
৫ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে...
৫ ঘণ্টা আগেকেবিন প্রেসার কমে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসে ঢাকায় জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে এ সমস্যা দেখা দেয়।
৮ ঘণ্টা আগেএক মাসে কারা হেফাজতে একজন নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারি মাসে কারা হেফাজতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
৮ ঘণ্টা আগে