Ajker Patrika

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভালো ব্যবহার করবেন: ভিডিওবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভালো ব্যবহার করবেন: ভিডিওবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে আইনশৃঙ্খলা বাহিনী মানুষের পাশে থাকবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের সহানুভূতি আমি চাই। তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন এবং তাদের নির্দেশনা মেনে চলবেন। আমরা সেটাই চাই।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা শহরের মানুষ বাড়ি যাওয়া ও আসার বিড়ম্বনা থেকে অনেক সময় অনেকটাই নিরাপদে থাকেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আপনারা সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সবাই সবাইকে নিয়েই ঈদের আনন্দ ও উৎসব পালন করবেন। এটাই আমরা আশা করি।

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হয়েছে। আমরা সবাই মিলে সব আনন্দ ভাগাভাগি করব। ঈদের আনন্দ, পূজার আনন্দ, বড়দিনের আনন্দ। এটাই হোক আমাদের উদ্দেশ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত