Ajker Patrika

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি

সারা দেশে বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। সারা দেশের ভোটের পরিস্থিতি জানাতে দ্বিতীয় দফায় সাংবাদিকদের মুখোমুখি এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। 

ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিলের বিষয়টি নিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সকাল থেকে ছিল তিনটি। পরে আরও চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তারাও আছেন।’ 

সারা দেশে বিভাগগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিকেল তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ২৭ ভাগ। বিষয়টি উল্লেখ ইসি সচিব বলেন, ‘ (তিনটার সময়) আমাদের গড় ভোট কাস্টিংয়ের পরিমাণ ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। এখন যেহেতু একটু বেড়েছে আমরা ২৭ শতাংশ প্লাস বলতে পারি।’ 

সারা দেশে অন্তত ৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘ছোটখাটো ৩০ থেকে ৩৫ জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়িতে ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ছাড়া দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন গতরাতে, আরেক আজ মারা গেছেন।’ উল্লেখ্য, নতুনভাবে ভোটগ্রহণ

বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে। এ ছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মধ্যে ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ২৬, সিলেটে ২২, বরিশালে ৩১, খুলনায় ৩২, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত