Ajker Patrika

হজের প্রাক্‌-নিবন্ধন বন্ধের মেয়াদ বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

আপডেট : ৩০ জুন ২০২৪, ২৩: ৪৫
হজের প্রাক্‌-নিবন্ধন বন্ধের মেয়াদ বাড়ল ৩১ জুলাই পর্যন্ত

আগামী ৩১ জুলাই পর্যন্ত হজের প্রাক্‌-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সংস্কারকাজের জন্য ১২ থেকে ৩০ জুন পর্যন্ত হজযাত্রী প্রাক্‌-নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল। এখন নিবন্ধন বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজসংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রশাসনিক প্রয়োজনে রিকনসিলিয়েশনের উদ্দেশ্যে হজের প্রাক্‌-নিবন্ধন কার্যক্রম বন্ধের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। তবে হজের খরচ বেড়ে যাওয়ায় এ বছর কোটার থেকে ৪২ হাজার হজযাত্রী কম ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত