কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সরকার ও রাজনীতিক পর্যায়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ জোরালো। উভয় দেশের সরকারই পরস্পরকে নানাভাবে সহযোগিতা করছে। তবে বাহ্যিক কিছু উপাদান এই সম্পর্কে কিছু ঝুঁকি তৈরি করছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত এক আলোচনায় এ ঝুঁকির প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ-রাশিয়া রিলেশনস: ইমপেরাটিভ, পটেনশিয়াল অ্যান্ড রিস্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। একই শিরোনামে এটি সংস্থাটি আয়োজিত তৃতীয় লেকচার। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
সাব্বির আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব গভীর। দুই দেশ বন্ধু হিসেবে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, সেটা সবার জানা। এই ইস্যুতে জাতিসংঘে তিন প্রস্তাব আনা হয়। এর দুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। আরেকটি প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দিয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়”। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিয়ে থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়ার সুযোগ নেই। আগামী দিনে রাশিয়া-বাংলাদেশ বন্ধুত্ব আরও বাড়বে বলে আমি আশা করি।’
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন ঢাকার রাশিয়া দূতাবাসের উপমিশন প্রধান একাতেরিনা সেমেনোভা। তিনি বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। তবে ইউক্রেন পরিস্থিতিতে সরবরাহ চেইন ও অর্থ স্থানান্তর যেন আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, সে লক্ষ্যে নতুনভাবে উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ যেমন ভাষার জন্য আন্দোলন করেছে। ঠিক সেভাবে ইউক্রেনের দনবাসের রুশভাষীরা দীর্ঘ দিন ধরে রুশ ভাষায় শিক্ষা থেকে শুরু করে অন্যান্য কাজ করতে চায়। তবে সেখানে রাশিয়ান ভাষা ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি সবার জানা প্রয়োজন। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা ইতিবাচক।’
বিলিয়ার পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ। তিনি বলেন, দীর্ঘদিন দুই পরাশক্তি শীতল যুদ্ধে লিপ্ত ছিল। তবে শীতল যুদ্ধে বাংলাদেশ লাভবান হয়েছে। স্বাধীনতার পর থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব উষ্ণ। তবে ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। বর্তমানে দুই দেশ আবার উষ্ণ সম্পর্ক উপভোগ করছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জাতীয় স্বার্থে রাশিয়া কাজ করে উল্লেখ করে রোজানা রশিদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জ্বালানি, নিরাপত্তা, সামরিক সরঞ্জামসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়েছে রাশিয়া। বাংলাদেশে রাশিয়া তাদের উপস্থিতি বাড়াচ্ছে। চীন বাংলাদেশে পরমাণু বিদ্যুতের প্রকল্পটি পেতে চেয়েছিল। তবে কোনো দেরি না করে রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে।’
বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কে বাহ্যিক উপাদান দ্বারা কিছু ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে এই শিক্ষক বলেন, ‘দুই দেশের সম্পর্কে কিছু ঝুঁকি রয়েছে। গত পাঁচ বছরে অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বাংলাদেশের জন্মের পর থেকে একাধিকবার সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কারণে গণতন্ত্র ক্রমান্বয়ে সংকটগ্রস্ত হয়েছে। সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় গণতন্ত্র আরও সংকটে পড়েছে। তবে রাশিয়া সেই নতুন সরকারকে সব দিক থেকে সমর্থন করেছে। আর বাংলাদেশের সরকারও রাশিয়াকে ক্রিমিয়া বা ইউক্রেন ইস্যুতে সমর্থন করে গেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ অধ্যাপক বলেন, ‘দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। তবে এত কিছুর পরও রোহিঙ্গা সংকটে রাশিয়ার কাছ থেকে সমর্থন আদায়ে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এর থেকে বোঝা যায় যে, বন্ধু রাষ্ট্রগুলোর স্বার্থ উপেক্ষা করে বড় শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থে বৈদেশিক নীতি অনুসরণ করে। বঙ্গোপসাগরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে আকর্ষণের কেন্দ্রে নিয়ে আসবে। বাংলাদেশ ও রাশিয়ার এ সম্পর্ক অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান নিয়ন্ত্রণ করে। অভ্যন্তরীণ সম্পর্ক সম্ভাবনার কথা বললেও বাহ্যিক কিছু উপাদান ঝুঁকি সৃষ্টি করছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের মহাপরিচালক নওরীন আহসান বলেন, ‘স্বাধীনতার পর থেকেই গত ৫০ বছর বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। ১৯৭১-৭৫ পর্যন্ত বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বিদ্যুৎ খাতে অবদান রেখেছে রাশিয়া। ছয় হাজার বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে অবদান রেখেছে। রাশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।’
বিলিয়ার চেয়ারম্যান এম আমির-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) মহাপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক রাজনীতিতে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যা দেশগুলোকে পক্ষ বেছে নিতে বাধ্য করছে। কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশ রয়েছে, যারা কোনো পক্ষ নিতে চাইছে না। ফলে অনেক দিন ঘুমিয়ে থাকা জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্স মুভমেন্টকে (ন্যাম) আবারও জাগিয়ে তোলার সময় হয়েছে। এতে অংশ নিয়ে জোট-নিরপেক্ষ থাকতে পারবে দেশগুলো। আর এ প্রক্রিয়া বাংলাদেশই শুরু করতে পারে।’
সরকার ও রাজনীতিক পর্যায়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ জোরালো। উভয় দেশের সরকারই পরস্পরকে নানাভাবে সহযোগিতা করছে। তবে বাহ্যিক কিছু উপাদান এই সম্পর্কে কিছু ঝুঁকি তৈরি করছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত এক আলোচনায় এ ঝুঁকির প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ-রাশিয়া রিলেশনস: ইমপেরাটিভ, পটেনশিয়াল অ্যান্ড রিস্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। একই শিরোনামে এটি সংস্থাটি আয়োজিত তৃতীয় লেকচার। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
সাব্বির আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব গভীর। দুই দেশ বন্ধু হিসেবে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, সেটা সবার জানা। এই ইস্যুতে জাতিসংঘে তিন প্রস্তাব আনা হয়। এর দুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। আরেকটি প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দিয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়”। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিয়ে থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়ার সুযোগ নেই। আগামী দিনে রাশিয়া-বাংলাদেশ বন্ধুত্ব আরও বাড়বে বলে আমি আশা করি।’
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন ঢাকার রাশিয়া দূতাবাসের উপমিশন প্রধান একাতেরিনা সেমেনোভা। তিনি বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। তবে ইউক্রেন পরিস্থিতিতে সরবরাহ চেইন ও অর্থ স্থানান্তর যেন আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, সে লক্ষ্যে নতুনভাবে উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ যেমন ভাষার জন্য আন্দোলন করেছে। ঠিক সেভাবে ইউক্রেনের দনবাসের রুশভাষীরা দীর্ঘ দিন ধরে রুশ ভাষায় শিক্ষা থেকে শুরু করে অন্যান্য কাজ করতে চায়। তবে সেখানে রাশিয়ান ভাষা ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি সবার জানা প্রয়োজন। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা ইতিবাচক।’
বিলিয়ার পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ। তিনি বলেন, দীর্ঘদিন দুই পরাশক্তি শীতল যুদ্ধে লিপ্ত ছিল। তবে শীতল যুদ্ধে বাংলাদেশ লাভবান হয়েছে। স্বাধীনতার পর থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব উষ্ণ। তবে ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। বর্তমানে দুই দেশ আবার উষ্ণ সম্পর্ক উপভোগ করছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জাতীয় স্বার্থে রাশিয়া কাজ করে উল্লেখ করে রোজানা রশিদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জ্বালানি, নিরাপত্তা, সামরিক সরঞ্জামসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়েছে রাশিয়া। বাংলাদেশে রাশিয়া তাদের উপস্থিতি বাড়াচ্ছে। চীন বাংলাদেশে পরমাণু বিদ্যুতের প্রকল্পটি পেতে চেয়েছিল। তবে কোনো দেরি না করে রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে।’
বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কে বাহ্যিক উপাদান দ্বারা কিছু ঝুঁকি সৃষ্টি হয়েছে উল্লেখ করে এই শিক্ষক বলেন, ‘দুই দেশের সম্পর্কে কিছু ঝুঁকি রয়েছে। গত পাঁচ বছরে অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বাংলাদেশের জন্মের পর থেকে একাধিকবার সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কারণে গণতন্ত্র ক্রমান্বয়ে সংকটগ্রস্ত হয়েছে। সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় গণতন্ত্র আরও সংকটে পড়েছে। তবে রাশিয়া সেই নতুন সরকারকে সব দিক থেকে সমর্থন করেছে। আর বাংলাদেশের সরকারও রাশিয়াকে ক্রিমিয়া বা ইউক্রেন ইস্যুতে সমর্থন করে গেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ অধ্যাপক বলেন, ‘দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। তবে এত কিছুর পরও রোহিঙ্গা সংকটে রাশিয়ার কাছ থেকে সমর্থন আদায়ে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এর থেকে বোঝা যায় যে, বন্ধু রাষ্ট্রগুলোর স্বার্থ উপেক্ষা করে বড় শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থে বৈদেশিক নীতি অনুসরণ করে। বঙ্গোপসাগরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে আকর্ষণের কেন্দ্রে নিয়ে আসবে। বাংলাদেশ ও রাশিয়ার এ সম্পর্ক অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান নিয়ন্ত্রণ করে। অভ্যন্তরীণ সম্পর্ক সম্ভাবনার কথা বললেও বাহ্যিক কিছু উপাদান ঝুঁকি সৃষ্টি করছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের মহাপরিচালক নওরীন আহসান বলেন, ‘স্বাধীনতার পর থেকেই গত ৫০ বছর বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। ১৯৭১-৭৫ পর্যন্ত বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বিদ্যুৎ খাতে অবদান রেখেছে রাশিয়া। ছয় হাজার বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে অবদান রেখেছে। রাশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।’
বিলিয়ার চেয়ারম্যান এম আমির-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচনায় অংশ নেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) মহাপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক রাজনীতিতে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যা দেশগুলোকে পক্ষ বেছে নিতে বাধ্য করছে। কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশ রয়েছে, যারা কোনো পক্ষ নিতে চাইছে না। ফলে অনেক দিন ঘুমিয়ে থাকা জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্স মুভমেন্টকে (ন্যাম) আবারও জাগিয়ে তোলার সময় হয়েছে। এতে অংশ নিয়ে জোট-নিরপেক্ষ থাকতে পারবে দেশগুলো। আর এ প্রক্রিয়া বাংলাদেশই শুরু করতে পারে।’
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৩১ মিনিট আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
৪ ঘণ্টা আগে৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘণ্টা আগে ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহাদাতবরণ করে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলে মাকে উদ্দেশ করে একটি চিঠি লেখে বাসা থেকে
৫ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
৮ ঘণ্টা আগে