Ajker Patrika

দালালমুক্ত বাংলাদেশের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৫, ২০: ৫৫
আজ মঙ্গলবার ভারতীয় দালালমুক্ত বাংলাদেশের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা করেছে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ভারতীয় দালালমুক্ত বাংলাদেশের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা করেছে। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় দালালমুক্ত বাংলাদেশের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে তালিকাভুক্ত ৪০ জন আমলার অবসান ও সচিবালয়কে আওয়ামী দোসরমুক্ত করতে সচিবালয়ের দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জুলাই ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচি মার্চ টু সচিবালয় জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক ও এ বি জুবায়েরের নেতৃত্বে শাহবাগ থেকে যাত্রা শুরু করে। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি, দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সমানে এসে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

এ সময় জুলাই ঐক্যের কর্মী-সমর্থকেরা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘সচিবালয়ে দালাল কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ এসব স্লোগান দিতে থাকেন।

পুলিশের বাধার সম্মুখীন হলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনে থাকা জুলাই ঐক্যের সমর্থকেরা। এ সময় পুলিশ আর নেতৃস্থানীয়দের মধ্যে সমঝোতার মাধ্যমে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে প্রবেশ করার সমঝোতায় আসে।

এ সময় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এ বি জুবায়ের বলেন, ‘আমরা দেখতে পেয়েছি ৫ আগস্টের পরেও সচিবালয়ের ভেতরে কোনো বড় পরিবর্তন আসে নাই। সচিবালয়ের ভেতরে একটি দল সিভিল ক্যু ঘটাতে চেষ্টা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত ২০ মে সংবাদ সম্মেলন করে ৪৪ জন সচিব, যারা ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদকে পুষ্টি জুগিয়েছে, তাদের আমলনামাসহ প্রকাশ করেছি। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই-বাছাই করে যারা সত্যিকার অর্থেই ফ্যাসিবাদকে সাহায্য করেছিল, তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা ৩১ মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, ৩১ তারিখ পার হয়ে যাওয়ার পরও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। সেই জায়গা থেকে আমরা জুলাই ঐক্য আবার মার্চ টু সচিবালয় ঘোষণা করেছি।’

জুলাই ঐক্যের প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে দেখা করার পর জুলাই ঐক্যের আরেকজন সংগঠক ‘একতা বাংলাদেশ’ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিক বলেন, ‘আমরা আমাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছি এবং আরও একটি টাইমলাইন দিয়ে এসেছি। আমাদের তালিকা করা ৪০ জন সচিবের লিস্ট তার কাছে আমরা হস্তান্তর করেছি।’

প্লাবন তারিক বলেন, ‘বর্তমানে ৫০ জন সচিব কর্মরত আছে, ৫ আগস্টের পর ৩০ জন সচিবকে অপসারণ করা হয়েছে। বাকিদের নিয়েও তারা কাজ করছে এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত