Ajker Patrika

সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২: ৫৪
ফাইল ছবি
ফাইল ছবি

প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলমান রয়েছে।

এদিকে বৈঠক ঘিরে সচিবালয়ের আশপাশের চালচিত্র বদলে গেছে।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের চারদিকে যেখানে যানবাহনের বিপুল চাপ থাকে, সেখানে আজ যানবাহনের কোনো চাপ নেই। কঠোর তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সঙ্গে গণমাধ্যমের কর্মীদেরও চাপ লক্ষ করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...