Ajker Patrika

ডব্লিউএইচওর অনুমোদন পেলেই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডব্লিউএইচওর অনুমোদন পেলেই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের (১২ থেকে ১৭ বছর বয়সী) শিক্ষার্থীদের পর এবার পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের চিন্তা করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিলেই যা শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাহিদ মালেক।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই এসব শিশুদের টিকা দেওয়া শুরু হবে।’ 

জাহিদ মালেক বলেন, ‘ইতিমধ্যেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত