Ajker Patrika

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৫: ২১
দিনব্যাপী নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: বিজ্ঞপ্তি
দিনব্যাপী নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: বিজ্ঞপ্তি

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে প্রাণবন্তভাবে উদ্‌যাপন করেছে পয়লা বৈশাখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। এ উপলক্ষে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কূটনীতিক, দিল্লির নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ ভোজ। অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের ভর্তা, কাঁঠালের এঁচোড়সহ নানা পদের বাঙালি রান্না। বিশেষ আকর্ষণ ছিল ‘পিঠা কর্নার’, যেখানে পরিবেশিত হয় নানা ধরনের দেশীয় পিঠা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও পেশাদার শিল্পী, কবি ও নৃত্যশিল্পীরা অংশ নেন। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে তাঁরা তুলে ধরেন বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত