Ajker Patrika

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২০: ০৮
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে। উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। 

বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের স্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সরকার দুই পক্ষের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। এই সংঘাতের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। 

বাংলাদেশ মনে করে সংঘাত ও সহিংসতা বাড়তে থাকলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির ও জোর করে বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে না। 

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন ও ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে বলে মনে করে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত