Ajker Patrika

জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের নতুন উদ্যোগ: আসিফ নজরুল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশি কর্মীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘বিনা মূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা ব্যয়ে কর্মীদের পাঠানোর লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপানের প্রতিষ্ঠান ‘ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের’ মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় সুনির্দিষ্ট দক্ষতা ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশে নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি এবং ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি।

আসিফ নজরুল বলেন, ‘জাপান বাংলাদেশিদের জন্য অত্যন্ত প্রিয় একটি কর্মগন্তব্য। এরই মধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গেছেন। নতুন এ সমঝোতা স্মারকের মাধ্যমে আরও অনেক বাংলাদেশিকে জাপানে পাঠানো সম্ভব হবে।’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

তিনি জানান, কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং এবং অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, ‘এই সমঝোতা স্মারক জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত