Ajker Patrika

পর্যটকেরা যেন আকৃষ্ট হয়, সেই লক্ষ্যে কাজ চলছে: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৫: ২০
পর্যটকেরা যেন আকৃষ্ট হয়, সেই লক্ষ্যে কাজ চলছে: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘গত ১০ বছরে বিমান খাতে যাত্রী ও কার্গো পরিবহনের সংখ্যা দ্বিগুণ মাত্রায় বেড়েছে। দেশের প্রতিটি বিমানবন্দরকে উন্নীতকরণের প্রক্রিয়া চলছে। এমন একটি অ্যাভিয়েশন হাব গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে পর্যটকেরা আরও আকৃষ্ট হন।’ 

আজ রোববার হোটেল সোনারগাঁওয়ে বেবিচক কর্তৃক আয়োজিত ৫৮তম ডিজিসিএ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বিমানশিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তাঁর হাত ধরে সিভিল অ্যাভিয়েশন প্রতিষ্ঠিত হয়। তাঁর স্বপ্ন এখন বাস্তবায়নে কাজ করছেন তাঁরই কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে দেশ এক অপার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি অ্যাভিয়েশন হাব গড়ে তুলতে, যাতে পূর্ব ও পশ্চিমকে এক করা যায়। আমাদের ভূতাত্ত্বিক অবস্থানের জন্য একটি আলাদা সুবিধা আমরা পেয়ে থাকি।’ 

মাহবুব আলী বলেন, ‘এবারের সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে বিগত দুই যুগ ধরে কাজ করছেন। ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ২১০০ সালে ডেল্টা প্ল্যান আমাদের পরবর্তী লক্ষ্য।’ 

এবারের সম্মেলনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছে। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত