নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংস্কারের প্রচেষ্টা হিসেবে পরিচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন আজাদ মজুমদার।
তিনি বলেছেন, ‘আমাদের সরকার মাইনাস টু কী জিনিস, এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (এক/এগারোর সরকার) আমলে রাজনীতিতে বহুল আলোচিত ছিল ‘মাইনাস টু ফর্মুলা’ শব্দগুচ্ছ। তখন বিএনপি ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টায় কাজে লাগানো হয় দল দুটির কিছু নেতাকে, যাঁরা ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত।
শেখ হাসিনার দেড় দশকের শাসনের অবসানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিষয়টি নিয়ে আবার কানাঘুষা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল বিরাজনীতিকরণে বিশ্বাস করে না এবং আবার ‘মাইনাস টু’ দেখতে চায় না।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর (শনিবার) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারে সংলাপ হবে। বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বেশ কয়েকটি দলের সঙ্গে এর মধ্যে সংলাপ হয়েছে।
আজাদ মজুমদার বলেন, গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বিজেপিসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে হয়তো এ দফায় কিংবা পরবর্তীকালে আমন্ত্রণ জানানো হবে, সেটা প্রক্রিয়াধীন আছে।
সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না জানতে চাইরে আজাদ মজুমদার বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। অনেক রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। অন্য আর কার (দল) সঙ্গে আলোচনা হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।’
জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্টদের মামলা, গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করার জন্য।
এক্ষেত্রে সমন্বয়হীনতা আছে কি না জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইতে পারেন। সরকারের অবস্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। যাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ভালোভাবে কাজ করছে।’
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংস্কারের প্রচেষ্টা হিসেবে পরিচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন আজাদ মজুমদার।
তিনি বলেছেন, ‘আমাদের সরকার মাইনাস টু কী জিনিস, এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (এক/এগারোর সরকার) আমলে রাজনীতিতে বহুল আলোচিত ছিল ‘মাইনাস টু ফর্মুলা’ শব্দগুচ্ছ। তখন বিএনপি ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টায় কাজে লাগানো হয় দল দুটির কিছু নেতাকে, যাঁরা ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত।
শেখ হাসিনার দেড় দশকের শাসনের অবসানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিষয়টি নিয়ে আবার কানাঘুষা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল বিরাজনীতিকরণে বিশ্বাস করে না এবং আবার ‘মাইনাস টু’ দেখতে চায় না।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর (শনিবার) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারে সংলাপ হবে। বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বেশ কয়েকটি দলের সঙ্গে এর মধ্যে সংলাপ হয়েছে।
আজাদ মজুমদার বলেন, গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বিজেপিসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে হয়তো এ দফায় কিংবা পরবর্তীকালে আমন্ত্রণ জানানো হবে, সেটা প্রক্রিয়াধীন আছে।
সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না জানতে চাইরে আজাদ মজুমদার বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। অনেক রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। অন্য আর কার (দল) সঙ্গে আলোচনা হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।’
জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্টদের মামলা, গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করার জন্য।
এক্ষেত্রে সমন্বয়হীনতা আছে কি না জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইতে পারেন। সরকারের অবস্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। যাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ভালোভাবে কাজ করছে।’
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে। ফলে এসব ট্রেনও চলার পথে থমকে যাওয়ায় একই রকম ভোগান্তিতে পড়ত
১ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
১ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
২ ঘণ্টা আগে