Ajker Patrika

মাইনাস টু কী, জানে না সরকার: আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২: ৫০
মাইনাস টু কী, জানে না সরকার: আজাদ মজুমদার

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংস্কারের প্রচেষ্টা হিসেবে পরিচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন আজাদ মজুমদার। 

তিনি বলেছেন, ‘আমাদের সরকার মাইনাস টু কী জিনিস, এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’ 

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (এক/এগারোর সরকার) আমলে রাজনীতিতে বহুল আলোচিত ছিল ‘মাইনাস টু ফর্মুলা’ শব্দগুচ্ছ। তখন বিএনপি ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টায় কাজে লাগানো হয় দল দুটির কিছু নেতাকে, যাঁরা ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত।

শেখ হাসিনার দেড় দশকের শাসনের অবসানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিষয়টি নিয়ে আবার কানাঘুষা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল বিরাজনীতিকরণে বিশ্বাস করে না এবং আবার ‘মাইনাস টু’ দেখতে চায় না। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর (শনিবার) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারে সংলাপ হবে। বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বেশ কয়েকটি দলের সঙ্গে এর মধ্যে সংলাপ হয়েছে। 

আজাদ মজুমদার বলেন, গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বিজেপিসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে হয়তো এ দফায় কিংবা পরবর্তীকালে আমন্ত্রণ জানানো হবে, সেটা প্রক্রিয়াধীন আছে।

সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না জানতে চাইরে আজাদ মজুমদার বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। অনেক রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। অন্য আর কার (দল) সঙ্গে আলোচনা হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।’

জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্টদের মামলা, গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করার জন্য।

এক্ষেত্রে সমন্বয়হীনতা আছে কি না জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইতে পারেন। সরকারের অবস্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। যাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ভালোভাবে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত