Ajker Patrika

জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেতারা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৯
বুধবার বেলা ৩টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে শুরু করেন নেতারা। ছবি: আজকের পত্রিকা
বুধবার বেলা ৩টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে শুরু করেন নেতারা। ছবি: আজকের পত্রিকা

দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে অন্য সদস্যরা হলেন ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও বেশ কয়েকজন। এ সময় হেফাজতে ইসলামের মামুনুল হককেও প্রবেশ করতে দেখা যায়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিকেল ৪টা ১০ মিনিটে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ায়সহ চারজন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে এসেছেন।

এ ছাড়া খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন বৈঠকে অংশ নিচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আব্দুর রউফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেনদি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে যোগ দিতে ফরেস সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও ফিরে গেছেন বলে জানা গেছে। অতিথিদের তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত