অনলাইন ডেস্ক
দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।
আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে অন্য সদস্যরা হলেন ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও বেশ কয়েকজন। এ সময় হেফাজতে ইসলামের মামুনুল হককেও প্রবেশ করতে দেখা যায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিকেল ৪টা ১০ মিনিটে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ায়সহ চারজন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে এসেছেন।
এ ছাড়া খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন বৈঠকে অংশ নিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আব্দুর রউফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেনদি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে যোগ দিতে ফরেস সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন।
এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও ফিরে গেছেন বলে জানা গেছে। অতিথিদের তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।
দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।
আজ বুধবার বেলা সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে অন্য সদস্যরা হলেন ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও বেশ কয়েকজন। এ সময় হেফাজতে ইসলামের মামুনুল হককেও প্রবেশ করতে দেখা যায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিকেল ৪টা ১০ মিনিটে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ায়সহ চারজন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে এসেছেন।
এ ছাড়া খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন বৈঠকে অংশ নিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আব্দুর রউফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেনদি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে যোগ দিতে ফরেস সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন।
এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও ফিরে গেছেন বলে জানা গেছে। অতিথিদের তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৫ ঘণ্টা আগেজাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
৯ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে