Ajker Patrika

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২১, ১৫: ১৩
Thumbnail image

ঢাকা: আজ জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে রমজান মাস বেশ গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদাও বিশেষ গুরুত্ব বহন করে।

রমজান মাসের শেষ জুমায় সওয়াবের আশায় আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক মসুল্লি নামাজ আদায় করতে আসেন। মুসল্লিদের চাপে স্বাস্থ্যবিধি মানাও অসম্ভব হয়ে পড়ে। একই অবস্থা দেখা গেছে রাজধানীর বড় মসজিদগুলোতে।

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। ছবি: আজকের পত্রিকাকরোনা মহামারির মধ্যে ভিন্ন এক পরিস্থিতিতে এবারের রমজান অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমাতুল বিদাতে পৃথিবী থেকে করোনা মহামারি যাতে দ্রুত বিদায় নেয়, বিশ্ববাসী যাতে এই আতঙ্কময় দিন থেকে নাজাত পান সে জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। দেশের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ পেতে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিও প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। ছবি: আজকের পত্রিকাবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত