Ajker Patrika

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী ও কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৩
সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী ও কন্যাশিশু

চলতি বছর সেপ্টেম্বর মাসে ১৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩১ জন। ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তিন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করে মহিলা পরিষদ।

প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ কন্যাসহ ১২ জন। এর মধ্যে চারজন কন্যা উত্ত্যক্তের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজনকে হত্যাচেষ্টা করা হয়েছে। সাতজন কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে তিনজন, এর মধ্যে একজনের অ্যাসিড দগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

এক কন্যাসহ তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে দুজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে দুজন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে দুটি। এক গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

পাঁচ কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এ ছাড়া দুজন মেয়ের অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। একজন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এ ছাড়া চার কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত