Ajker Patrika

তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২১, ২৩: ০৩
Thumbnail image

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি জারজিস উপকূল থেকে ৮০ কিলোমিটার গভীরে ভেঙে পড়ে। এরপর দিবন তেলক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। 

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের বয়স ১৬ থেকে ৫০ বছর। তাঁরা ৫ জুলাই লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রার করেন। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়। 

এই বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের বেন গুয়ের্দেন শহরে আল কাতেফ সমুদ্রবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। 

প্রসঙ্গত, এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিশরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসন প্রত্যাশীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি সব আরোহীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত