Ajker Patrika

মানুষের জীবনের প্রতি  বাংলাদেশ কর্তৃপক্ষের সম্মানবোধ নামমাত্র: অ্যামনেস্টি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০: ০৫
মানুষের জীবনের প্রতি  বাংলাদেশ কর্তৃপক্ষের সম্মানবোধ নামমাত্র: অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইয়ামিনি মিশ্রা বলেন, ‘পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘাতে একজন নিহত ও প্রায় ৬০ জন আহত হওয়ায় প্রমাণ করে মানুষের জীবনের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষের সম্মানবোধ নামেমাত্র আছে।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে মিশ্রা বলেন,  ‘ঘটনাটির মাধ্যমে এই বার্তাই পৌঁছাল, যারাই মানবাধিকারের চর্চা করতে চাইবে, তাদেরই ভয়ানক পরিণতির মুখোমুখি হতে হবে।’

বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই সভা-সমাবেশে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে উল্লেখ করে মিশ্রা বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনা উল্লেখ করে ইয়ামিনি মিশ্রা বলেন, সরকারকে প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার রাজনৈতিক অঙ্গীকার প্রদর্শন করতে হবে। মত প্রকাশ, সংগঠন ও সভা-সমাবেশ করার অধিকারের নিশ্চয়তা দিতে হবে।

রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার জন্যও তিনি দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত