Ajker Patrika

সংসদ সদস্যদের জন্য আজীবন সম্মানী ভাতা চাইলেন এমপি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ২২: ৪১
সংসদ সদস্যদের জন্য আজীবন সম্মানী ভাতা চাইলেন এমপি রেজাউল করিম

ঢাকা: সংসদ সদস্যদের জন্য আজীবন সম্মানী ভাতা দাবি করেছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু। তিনি বলেন, আমরা দেখেছি ছোটখাটো কর্মচারীরাও কিন্তু চাকরি শেষে একটা সম্মানী ভাতা পায়। আমাদের যারা সংসদ সদস্য আছি। সংসদ সদস্যদের আজীবন একটা সম্মানী ভাতা প্রণয়ন করার জন্য আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাচ্ছি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে আইন প্রণয়নে সংশোধনী প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রেজাউল করিম বাবলু বলেন, আমি ইতোপূর্বে বলেছিলাম সংসদ সদস্য হিসেবে আমাদের উত্তরবঙ্গের যারা আছেন সবাই আমার সঙ্গে একমত হবেন। বগুড়া বিমানবন্দরে শুধু খরচ হচ্ছে এটা বাণিজ্যিকভাবে যদি চালু করা হয় তাহলে সরকারের রাজস্ব আয় এই বিমান বন্দর থেকে আসতে পারে। আমি মহান জাতীয় সংসদে এই বগুড়া বিমানবন্দরটি চালু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন বগুড়া বিমানবন্দরটি চালু করার জন্য আমি দাবি জানাচ্ছি।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই সংসদ সদস্য বলেন, করোনা মহামারির কারণে দেশে গার্মেন্টস শ্রমিকসহ ২ কোটির অধিক মানুষের বেকারত্ব সৃষ্টি হয়েছে। তাদের কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। এ ক্ষেত্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনীতি পুনরুদ্ধার করতে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরাতে, শিল্প বাণিজ্য কৃষি ক্ষুদ্র-মাঝারি শিল্প খাতকে চাঙা করতে কিংবা বৈদেশিক শ্রমবাজার পুনরুদ্ধার করতে কিংবা যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন করোনা পরবর্তী তাদের ফেরত পাঠাতে কিংবা যাদের ফেরত পাঠানো সম্ভব হবে না তাদের জন্য দেশেই কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা এই বাজেটে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত